১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৪

ঢাকা-চট্টগাম মহাসড়কে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

ঢাকা-চট্টগাম মহাসড়কে ছাত্রদলের মিছিল  © টিডিসি ফটো

ঢাকা-চট্টগাম মহাসড়কের শনির আখড়ায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৩ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে মিছিলটি পুলিশের বাধায় রায়েরবাগ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজন আহত হয়েছে বলে জানা গেছে।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিচুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন।

আরও উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ মান্নান, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তানজিম সোহাগ, মহানগর উত্তর ছাত্রদলের অন্যতম নেতা সোহাগ সিকদার, সাইফুল ইসলাম পারভেজ তালুকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম অমি প্রমুখ।