০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪২

তিতুমীর কলেজে ছাত্র ফেডারেশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

  © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলটির ঢাকা মহানগর এর সভাপতি অনুপম রয় রূপক এবং সাধারণ সম্পাদক মেহেদী আল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি। আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক হিসেবে লালরিথাং বম মিরাম ও সম্পাদক হিসেবে ইয়াসিন খাঁন দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, সদস্য শরীফুল ইসলাম, সজল, এস এম শ্রাবণ, জোহান শরিফ ও আল আমীন রহমান। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যা ১৯৮৫ সালের ১০ জানুয়ারি গঠিত হয়। সাম্যবাদী চেতনায় সংখ্যাগরিষ্ঠ মানুষ ও বিশেষভাবে 

নতুন দায়িত্ব প্রাপ্ত দলটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্র ফেডারেশন তাদের ৪টি মূলনীতি ধারণ করে। তাহলো শিক্ষা,সাম্য,সংগ্রাম,প্রগতি এবং আমাদের যে মতাদর্শ,সাম্যবাদী চেতনায় সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং বিশেষভাবে ছাত্র সমাজের স্বার্থ রক্ষা করা।

তিনি আরও বলেন, ছাত্র ফেডারেশন এর ইতিহাসই হচ্ছে সংগ্রাম, আন্দোলন আর জনমানুষের পাশে থাকা। সরকারি তিতুমীর কলেজ ছাত্র ফেডারেশনও এই অগ্রাধিকার ভূমিকায় সর্বদা নিয়োজিত থাকবে। শিক্ষার্থীদের অধিকার এবং প্রকৃত শিক্ষার জন্য ছাত্র ফেডারেশন সর্বদা নিয়োজিত।