অবরোধের সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে মহাখালী লিংক রোড থোকে গুলশান-১ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন
এসময় মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, শেখ শাহানাজ পারভীন, সহ- সাধারণ সম্পাদক শাহরিয়ার হৃদয় আপন, সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াস হাওলাদার, মোঃ সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল, সদস্য নজরুল ইসলাম বিজয়, সোহানুর রহমান সোহান এছাড়াও উপস্থিত ছিলো তিতুমীর কলেজ ছাত্রদল নেতা আমিনুর হক শান্ত, মেশকাত শরীফ,মোঃ লাভলু হাসান, মাহমুদুল্লাহ আরাফি, সৌরভ মুসরাত, আবিদ হোসেন নাঈম, নাইমুর রহমান, আশিক ইসলাম, মুন্না সরকার সহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
এসময় জাতীয়তাবাদী তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।