অবরোধের সমর্থনে বাংলামটর এলাকায় ছাত্রদলের বিক্ষোভ
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বাংলামটর অভিমুখে মিছিল এবং শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (৬ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খানের নির্দেশনায় রাজধানীর মগবাজার থেকে বাংলামটর অভিমুখে এ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আক্তার হোসেন করিম প্রধান রনি, মাহাবুব আলম মাহবুব, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সরকার জসিম উদ্দিন সম্রাট, সহ সম্পাদক শাহ পরাণ খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা এ বি এ মারুফ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সোহাগ, জাবির সাবেক ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজিব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, জবি ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কামাল রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রনি,ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. পলাশ মিয়া, আনোয়ারুল আমিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন সৌরভ, মনসুর আলম, প্রচার সম্পাদক জোনায়েদ সিদ্দিক আবুবকর, সহ দফতর সম্পাদক আনোয়ার হোসেন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দা সুমাইয়া, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতুসহ আরও অনেকে।