২৭ আগস্ট ২০১৮, ১৭:১১

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুনার জামিন মঞ্জুর

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুতফুন্নাহার লুনার জামিন মঞ্জুর

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুতফুন্নাহার লুনার জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে তাদের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জামিনের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালতে জামিন আবেদনের ওপর আংশিক শুনানির পর বিচারক সোমবার অবশিষ্ট শুনানির দিন ধার্য করে।

লুনার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই ঢাকার এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের কোমলমতি ছেলেমেয়েরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে। ওই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাভাবে প্রচারিত বিভিন্ন উসকানিমূলক লেখা/পোস্ট/ফটো/ভিডিওর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করে।

গত ১৫ আগস্ট ভোররাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রছাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে গ্রেফতার হন লুনা। তিনি রাজধানীর ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।