অবরোধের সমর্থনে বনশ্রীতে ছাত্রদলের মশাল মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বনশ্রীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
বিএনপির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী আগামীকাল বুধবার সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ চলবে।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্যার এফ রহমান হল ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ,মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন শোয়াইব খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিছিল শেষে ছাত্রদল নেতা নিজাম উদ্দিন রিপন বলেন, যে ডামি মার্কা নির্বাচন এই স্বৈরাচার সরকার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দেশের জনগন কে সাথে নিয়ে সেই নির্বাচনকে প্রতিহত করবে। ৭ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হতে দিবে না