০৫ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬

বনানীতে ছাত্রদলের মশাল মিছিলে পুলিশের ধাওয়া

বনানীতে ছাত্রদলের মশাল মিছিল  © সংগৃহীত

দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর বনানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। এই সময় পেছন থেকে পুলিশ ধাওয়া করেছে সংগঠনটির নেতাকর্মীদের। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বনানীর (ঢাকা-উত্তরা) মহাসড়কে এ ধাওয়ার ঘটনা ঘটে।     

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে, দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করছে বিএনপি। অবরোধের সমর্থনে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী আগামীকাল বুধবার সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত  ৪৮ ঘন্টার অবরোধ চলবে। 

মশাল মিছিল শেষে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, যেকোনো মূল্যে ৭ জানুয়ারি শেখ হাসিনার নিজের খায়েশ মেটানোর নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের জনগণ কে সাথে নিয়ে রাজপথে জীবন দিতে প্রস্তুত আছে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মোঃ মুতাছিম বিল্লাহ, মোঃ ঝলক মিয়া, মোঃ সুরুজ মন্ডল, যোবারের আল মাহমুদ রিজভী, মোঃ মহিউদ্দীন,নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল ইসলাম রোকন, মৃধা মোঃ মাসুদ রানা, মোঃ হাসান। সহ-সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব। সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, ইব্রাহীম খলিল বিপ্লব, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর, গোলাম মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শাওন, বিজয় একাত্তর হলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।