দুই ছাত্রদল নেতা গ্রেফতার, কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা
ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। আজ সংগঠনটির দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঈদ উদযাপনের জন্য ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল নিজ গ্রামের বাড়ী পাবনায় গেলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। এছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রদল নেতা রুবেল হোসেনকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তুলে নিয়ে চাঁদার দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করায় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এর নিন্দা জানিয়ে নেতৃদ্বয় বলেন, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া ভাবে গ্রেফতার, গ্রেফতারের পর একের পর এক মামলা দায়ের স্বৈরশাসনের চুরান্ত বহিঃপ্রকাশ। নিজেদের সীমাহীন অনাচার এবং চরম ব্যর্থতা আড়াল করতে ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগ-আইনশৃঙ্খলা বাহিনী এক হয়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর ঝাপিয়ে পড়েছে।পাবনা থেকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল ও ভোলা থেকে ছাত্রদল নেতা রুবেল হোসেনকে গ্রেফতার তারই একটি উদাহরণ মাত্র।
নেতৃদ্বয় গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রাসেল ও রুবেল হোসেন এর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, নির্যাতন- নিপিড়ন বন্ধ না হলে জনগণের সন্মিলিত প্রতিরোধেই এই অত্যাচারি সরকারকে প্রতিহত করা হবে ।