রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে ছাত্রদলের তালা
ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদলের পদবঞ্চিতরা।
ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত এ নেতাকর্মীরা রবিবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে তালা দেন। দুপুর ২টা পর্যন্ত তালা খোলা হয়নি।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘কাউকে না জানিয়ে শনিবার রাতে মহানগরের ছয়টি থানা ও তিনটি কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের সাথে কথা হলে তারা জানায়, এ কমিটির বিষয়ে তারা কিছু জানেন না। এর প্রতিবাদে তারা আজ মহানগর বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন।’
আরিফুজ্জামান আরো বলেন, মহানগরীতে বিএনপির থানা কার্যালগুলো ও পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়গুলোতে তালা দেওয়া হবে। এই কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তারা যোগ্য না। এ ছাড়া অনেকের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এদিকে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, পদ না পেলে বঞ্চিতরা এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েই থাকেন। কিন্তু যারা যোগ্য তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।