০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫২
ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত

ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে জেলার মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জেলার কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে মঠবাড়িয়া উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফিয়ে পড়েন ঢাবি ছাত্র
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, পিরোজপুর জেলার কমিটি স্থগিত করা হয়েছে। পরে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হতে পারে। তবে মঠবাড়িয়ার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ যেভাবে লেখা হয়েছিল

সবার ঈদ কাটে পরিবারে, আমাদের কাটে দায়িত্বের পাহারায়

‘গিবলি’ নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়া— বিষয়টি আসলে কী? কোথা থেকে পেল তার নাম ও জনপ্রিয়তা
