অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) সকালে মালিবাগ ডায়মন্ড গার্মেন্টসের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল হয়।
ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। দুদিক থেকে পুলিশের হামলায় এতে দুজন আহত হয়েছে বলে জানা যায়।
মিছিলটির তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ছাত্রী বিষয়ক সম্পাদীকা মানসুরা আলম।
উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূর আলম ভূইয়া ইমন, বিজয় একাত্তর হলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব মো. সজীব রায়হান।
আরও পড়ুন: ‘দলছুট কিছু নেতাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে আ.লীগ’
মিছিলে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সহ-সভাপতি মো. আব্দুল মোতালিব, যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজিব মিয়া, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাহাবুদ্দিন ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন রাসেল, সহ-দপ্তর সম্পাদক নিয়ন, আক্তারুজ্জামনন ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, ইডেন কলেজ ছাত্রীনেত্রী বাবলি আক্তার সিমা, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হামিদ, সদস্য মাহমুদ।
এছাড়া কবি নজরুল সরকারী কলেজের যুগ্ম সম্পাদক কামরুল হাসান কানন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন, শাহবাগ থানা ছাত্রদল নেতা শামীম খানও মিছিলে উপস্থিত ছিলেন।