১৮ আগস্ট ২০১৮, ১৮:১৬

বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা: প্রগতিশীল ছাত্র জোট

প্রগতিশীল ছাত্র জোট  © ফাইল ফটো

‘বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছে’ বলে অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। শনিবার কেন্দ্রীয় নেতা সাদিক রেজা স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে সরকার যা-ইচ্ছে তাই করছে।  বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছে।  পদে পদে জনগণের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে, শিক্ষার্থীদের ওপর অকথ্য নির্যাতন করে সরকার তার দুঃশাসনকে ফ্যাসিবাদে রূপ দিয়েছে।  

প্রগতিশীল ছাত্র নেতারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় এখন পর্যন্ত সারাদেশে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।  সশস্ত্র হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় না এনে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রিমান্ডে নেয়া হচ্ছে যা দমন-পীড়ন-নির্যাতনের নগ্ন বহিঃপ্রকাশ।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা বলেন, অবিলম্বে সারাদেশে শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।  গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি দিতে হবে।  হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।  অন্যথায়, সেপ্টেম্বর মাস থেকে দেশব্যাপী কঠোর ছাত্র আন্দোলনের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্ত করা হবে।