ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তার আর নেই
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
জানা যায়, দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মামুন বিন সাত্তার। গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
২০০৫ সালে স্কুলে পড়াকালীন সময়েই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন মামুন। ছাত্রলীগের স্কুল কমিটিতে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হন। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মামুন। কবি জসীমউদ্দিন হলে ২য় বর্ষেই উপ-ক্রীড়া সম্পাদক মনোনীত হন। পরে পুন-ভর্তি হওয়ার কারণে হল পরিবর্তন হওয়ায় সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি মনোনীত হন তিনি। পরবর্তীতে আবিদ আল হাসান- প্রিন্স কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। দীর্ঘ রাজনৈতিক চলমান প্রক্রিয়ায় চড়াই উতরাই পার হয়ে ২৯তম সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হন। তুমুল জনপ্রিয়, কর্মীবান্ধব এ ছাত্রনেতা সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে ওঠেন। ক্লিন ইমেজ সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে ২৯তম সম্মেলনে শেখ হাসিনার পছন্দের লিস্টেও মামুন। শোভন-রাব্বানি কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে জয়-লেখক কমিটিতেও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মামুনের দাদা প্রয়াত কর্পোরাল এমএ সামাদ ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার ৮নং আসামি।