তেজগাঁওয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ
গণবিরোধী নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে পঞ্চম ধাপের সর্বাত্মক অবরোধের ২য় দিনে তেজগাঁও শিল্প এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছে ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ওই এলাকার মেইন রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, খায়রুল আলম সুজন, আবু সুফিয়ান, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান, মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফজলুল হক নিরব, জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, জসিম উদ্দীন সরদার, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, মনিরুল ইসলাম, ওমর ফারুক মামুনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।