শাহবাগ এলাকায় ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ সোমবার দুপুরে বাংলামটর থেকে শাহবাগ অভিমুখে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, যুগ্ম সম্পাদক জাকির উদ্দিন আবির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, কেন্দ্রীয় ছাত্রদল দল নেতা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, নুরুজ্জামান রাসেল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, এস এম হলের যুগ্ম সম্পাদক জোবায়ের আহম্মেদ, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, বিজয় একাত্তর হলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইলসাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল আমিন, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি আদায়ের অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।