সচিবালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির ডাকা চতুর্থ দফা দেশব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয় সংলগ্ন তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
জানা গেছে, মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকধারী ডিবি সদস্যরা তাদের বাধা দেন বলে নেতা-কর্মীরা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।
আরো পড়ুন: অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ
এতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, আহমদ উল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।