১৩ নভেম্বর ২০২৩, ১০:১৫
অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ
বিএনপির চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন, ধোলাইপাড় থেকে দয়াগঞ্জ মোড়ের দিকে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন জোন-৮ এ বিক্ষোভ করেন তারা।
আরো পড়ুন: অবরোধ পালনে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা
মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তানজিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।