গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি
৯০’এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে নিরাপদ সড়ক এবং কোটা সংষ্কারের দাবিতে ঢাকাসহ দেশব্যাপি গড়ে উঠা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে যেসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে তারা বলেন, প্রিয় সহপাঠীদের নির্মম মৃত্যুতে সড়কে জীবনের নিরাপত্তা বিধানের দাবিতে রাজধানী ঢাকায় এবং পর্যায়ক্রমে গোটা দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলো। শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সংগঠিত ও পরিচালিত শিক্ষার্থীদের এই আন্দোলন দল-মত-শ্রেণী-পেশা নির্বিশেষে গোটা দেশবাসীর অকুন্ঠ সমর্থন ও সংহতি লাভ করেছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন মহল বরাবরের মত এবারও কোমলমতি শিশুদের নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা এই শান্তিপূর্ণ-সুশৃংখল প্রতিবাদ ও আন্দোলনকে সহানুভুতির সাথে বিবেচনা করে আন্দোলনকারীদের আস্থায় এনে বাস্তবসম্মত ইতিবাচক পদক্ষেপ গ্রহন না করে চরম আতংক ও অস্থিরতা থেকে বলপ্রয়োগের নীতি গ্রহন করে।
তারা বলেন, নিরাপদ সড়কের দাবির পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে দমন করার জন্য ক্ষমতাসীন মহল হামলা, নির্যাতন, মামলা, গ্রেফতার, রিমান্ডে নেয়া ইত্যাদি বলপ্রয়োগের একই নীতি নিয়ে চলছে। কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে সরকার নিষ্ঠুর ভাবে দমন করার নীতি নিয়ে অগ্রসর হয়ে কেবল আন্দোলনের সাথে যুক্ত হাজার হাজার শিক্ষার্থীই নয় গোটা দেশবাশীর বিরুদ্ধে কার্যতঃ যুদ্ধ ঘোষনা করেছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে দমন-পীড়নের নীতি থেকে সরে এসে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের ন্যায্য দাবিদাওয়া মেনে নিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাট্যকর্মী সহ সকলকে নিঃশর্ত মুক্তি দিয়ে ছাত্রসমাজ এবং দেশবাসীকে ভীতিকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।