গুলশানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তিসহ বিএনপির এক দফা দাবী আদায়ের ঘোষিত অবরোধে আজকে গুলশান ১ থেকে গুলশান ২ নম্বর অভিমুখে মিছিল ও অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক সবুজ, যুগ্ম সম্পাদক জাকির উদ্দিন আবির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক আহি আহম্মেদ জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সূজার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, সদস্য সাহেদ হাসান, সদস্য মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল দল নেতা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ, নুরুজ্জামান রাসেল, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ
আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি , এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ শাখা, তিতুমীর কলেজ শাখা, বাঙলা কলেজ শাখা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় শাখা, তেঁজগাঁও কলেজ শাখা, ঢাকা মহানগর দক্ষিণ শাখা, মহানগর পূর্ব শাখা, ঢাকা মহানগর উত্তর শাখা, ঢাকা মহানগর পশ্চিম শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী আদায়ের অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।