সৈকতের উদ্যোগে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ঢাবিতে ক্রিকেট টুর্নামেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকাল নয়টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল নয়টা থেকে বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জসীমউদ্দিন হলের খেলার মাঠে একত্রিত হন। পরবর্তীতে শুরু হয় এক টিমের সাথে আরেক টিমের খেলা।
ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনের আগে এধরনের টুর্নামেন্ট ছাত্রলীগের মধ্যকার ভ্রাতৃত্ব তৈরি করবে। এসময় তারা এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য তানভীর হাসান সৈকতকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্টে অংশহনকারী ছাত্রলীগ নেতা ইরতাজুল হক রিয়ান জানান, শরীরচর্চা আমাদেরকে যেমন সুস্থ রাখে তেমন আমাদের মনকেও প্রফুল্ল রাখে। শরীরচর্চার সবচেয়ে ভালো মাধ্যম হলো খেলাধুলা।
আরেক ছাত্রলীগ নেতা অপুর্ব অপু জানান, আসলে বিশ্ববিদ্যালয়ে আন্তঃ সম্পর্ক এবং সৌহার্দ্যের একটা বড় মাধ্যমই হলো এমন সব আয়োজন। প্রবল আগ্রহে সব দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সামনেই নির্বাচন, এমন একটি সময়ে এই আয়োজন বস্তুত আমাদের মধ্যাকার ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
টুর্নামেন্টের প্রধান আয়োজক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা 'শেখ হাসিনাতেই আস্থা' শিরোনামে একটি ক্যাম্পেইন শুরু করেছি। সেই ক্যাম্পেইনেরই প্রথম ধাপ আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট।