০৯ নভেম্বর ২০২৩, ১৯:১৮

হরতাল অবরোধের বিরুদ্ধে চবি ছাত্রলীগের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

বিএনপি- জামায়াত সহ সমমনা দলগুলোর চলমান  হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা সহ শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর অনুসারীও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা। সমাবেশে শামীমা সীমা বলেন, চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে তারুণ্যের অগ্রযাত্রাকে রোধ করার চেষ্টা করছে। সেইসাথে শিক্ষাজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার পায়তারা করছে। এ অপকর্মের প্রতিবাদ জানিয়েই ছাত্রসমাজের আজকের এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী প্রিয়া, তাসনিম, সাদিয়া, নেহা, সোহানা, সানজানা, স্বর্ণা, হুমায়রা, নুসরাতসহ অনেকে।