০৮ নভেম্বর ২০২৩, ১৪:১৭

অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

বিএনপির ডাকা তৃতীয় দফায় দেশ জুড়ে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটকে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বুধবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটক (অগ্রণী ব্যাংক গেট) থেকে ইসলামপুর পুলিশ ফাঁড়ি পর্যন্ত মিছিল করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। 

মিছিলে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি- এবিএম মাহমুদ সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া। জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- মুসাব্বির মিল্লাত পাটোয়ারীসহ জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ফ্যাসিস্ট ও অবৈধ সরকার যে অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দিবে না। বাংলাদেশের জনগণের সকল প্রকার অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী ইস্পাত কঠিন ঐক্য ভরে তোলে রাজপথে উত্তপ্ত আন্দোলন তৈরি করবে। এর মাধ্যমে অবৈধ হাসিনার মসনদ ভেঙে চুরমার করে দেয়া হবে।