নেতাদের বেইমান আখ্যা দিয়ে ছাত্রদল ছাড়লেন মাসুদ
বগুড়ার নন্দীগ্রামে নেতাদের বেইমান আখ্যা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা মাসুদ রানা। তিনি উপজেলা ছাত্রদলের প্রকাশনা সম্পাদক এবং উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাসিন্দা।
বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ওই ছাত্রদল নেতা।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রাজনীতিকে বিদায় দিতে বাধ্য হলাম। কিছু সুবিধাভোগী নেতা ও তার পরিবারের সদস্যের মিথ্যা-বেইমানির কারণে আমার দলীয় পদ থেকে সরে দাঁড়ালাম। আশা করি কেউ আমাকে এই ব্যাপার নিয়ে ভুল বুঝবেন না।’
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘মাসুদ উপজেলা ছাত্রদলের একজন নিবেদিত ছাত্র নেতা। তিনি পদত্যাগ করতে চাইলে উপজেলা শাখা সভাপতি-সম্পাদক বরাবর লিখিতভাবে আবেদন করলে আমরা বিবেচনা করতাম। বিষয়টি নিয়ে বসার সুযোগ ছিল। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করাটা দলের জন্য অনেক ক্ষতি হল।’
পদত্যাগ করা ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, ‘স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছি। কারণ আমার পদত্যাগপত্র অন্যভাবেও উপস্থাপিত হওয়ার সম্ভাবনা ছিল। রাজনৈতিক কর্মসূচির কোনো ঝামেলায় থাকতে চাই না।’