সড়কে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১১:৫৫ AM
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় অবরোধ কর্মসূচি পালন করতে এই বিক্ষোভ মিছিল করেছে জবি ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনিসহ অন্যান্য নেতাকর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল গতকাল রোববারও দয়াগঞ্জ এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছিল। এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর প্রথম দফা অবরোধের তিন দিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। সে সময় ক্যাম্পাস ফটকে তালাও দেওয়া হয়েছিল।