ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকায় ফেরার নির্দেশনার বিজ্ঞপ্তিটি ভুয়া
ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকায় ফেরার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি গত দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞপ্তিটি ভুয়া বলে দাবি করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেল।
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ঢাকায় ফেরার নির্দেশ’ শিরোনামে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বহু নেতাকর্মী গত কয়েকদিন ধরে অজানা কারণে ঢাকার বাহিরে অবস্থান করছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকের সাথে যোগাযোগ করতে পারছেন না। জানা গেছে, অনেকেই স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের সাথে তদবির করছেন, যা সংগঠনের বিধিবহির্ভূত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনাদের সকলকে নিশ্চয়তা দেয়া হচ্ছে, ইতোমধ্যেই তলে তলে সমঝোতা হয়ে গিয়েছে। বিদেশী বন্ধুরা আমাদেরকে নিশ্চিত করেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এমতাবস্থায়, অজানা আশঙ্কায় না ভুগে আপনাদেরকে অনতিবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হচ্ছে। সুসময়ে আমরা অনেকেই দল থেকে নানা সুবিধাপ্রাপ্ত হয়েছি। আসুন, এই ক্রান্তিকালে আমরা ১৫ই আগস্টের মতো একযোগে বেইমানি না করে দলের পাশে থাকি।
এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি ভুয়া বিজ্ঞপ্তি। বিএনপি-জামায়াত এটি ছড়িয়েছে। এর ভাষা ও বিষয়বস্তু কোনো বিষয়ে ছাত্রলীগের সাথে মিলে না। আমাদের বিজ্ঞপ্তি আমাদের অফিসিয়াল ফেসবুকে দেই। এ ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে বিএনপি-জামায়াত আতংক ছড়াতে চায়।