২৮ অক্টোবর ২০২৩, ১৭:৪১

ইডেন সভাপতিকে পেটানো সেই ছাত্রলীগ নেত্রী এবার হকস্টিক নিয়ে ভাইরাল

ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর হকস্টিক হাতে ছবি  © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীর হকস্টিক হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

আজ শনিবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে ‘ওকে?’ ক্যাপশনে লিখে এ ছবিটি আপলোড করার পর ছবিটি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে হকস্টিক হাতে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। 

এর আগে টিএসসিতে হাতে রড, স্টাম্প, ব্যাট, পাইপ নিয়ে টিএসসি এলাকায় একত্রিত হয়েছে বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছেন তারা। তাদের দাবি ক্যাম্পাসে বিএনপি জামায়াতের দোসরদের প্রবেশ এবং বিশৃঙ্খলা রুখে দিতেই তাদের এই প্রস্তুতি।  

ভাইরাল ছাত্রলীগ নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।

ছবি ভাইরাল হওয়ার কমেন্ট সেকশনে নানা ধরনের মন্তব্য আসে। কেউ কেউ লিখছেন ‘খেলা হবে’ কেউ কেউ পোস্টটি শেয়ার দিচ্ছেন। ছাত্রলীগ নেত্রীর ছবিটি বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য এর আগে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতিকে পেটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল ছাত্রলীগের এই নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

এছাড়াও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হলের নেতাকর্মীদের সঙ্গে না গিয়ে আলাদাভাবে অংশ নেয়ায় ছাত্রলীগের কয়েকজন নেত্রীর হাতেও মারধরের শিকার হন এই নেত্রী।