২৮ অক্টোবর ২০২৩, ১৩:১৯

স্ট্যাম্প-ব্যাট নিয়ে ক্রিকেট খেলায় মেতেছে ঢাবি ছাত্রলীগ

টিএসসি এলাকায় ক্রিকেট খেলা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। ‘অস্থিতিশীল পরিস্থিতি’ রুখতে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা গেছে নেতা-কর্মীদের। একপর্যায়ে তারা টিএসসি এলাকায় স্ট্যাম্প ও ব্যাট নিয়ে ক্রিকেট খেলা শুরু করেন।

জানা গেছে, শনিবার একই দিনে রয়েছে দেশের বৃহত্তর দুই রাজনৈতিক দলের মহাসমাবেশ ও শান্তি সমাবেশ। এ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন সমর্থক ও রাজনৈতিক নেতা-কর্মীরা।

ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। ক্যাম্পাসের অভ্যন্তরীন পরিবেশ রক্ষা করতেই তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।

ছাত্রলীগ সূত্র জানায়, ঢাবি ছাত্রলীগের একাংশ আজ শান্তি সমাবেশে যোগ দেবেন দুপুর ২টা থেকে। আরেক অংশের অবস্থান থাকবে ক্যাম্পাসে। স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের নেতা-কর্মীরা টিএসসিতে অবস্থান করছেন।

আরো পড়ুন: মতিঝিল এলাকায় জামায়াত-শিবিরের শোডাউন, পুলিশের বাধা

জানা গেছে, এ এফ রহমান হল ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করবেন টিএসসিতে। ২টার পর কবি জসিমউদদীন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা থাকবেন। পরবর্তী নির্দেশ পেলে তারাও সমাবেশে যোগদান করবেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘আমরা প্রস্তুত আছি। সকাল থেকেই আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে দেব না আমরা।’

এদিকে দুপুর থেকেই বিভিন্ন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নেন। নির্দেশ পেলে তারা সমাবেশে যোগ দেবেন। এছাড়া শান্তি সমাবেশে যোগ দিতে নৌকার ব্যানারে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতর দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন।