২৮ অক্টোবর ঢাকাসহ ১০ জেলা থেকে কর্মী আনবে ছাত্রলীগ
বিএনপির মহাসমাবেশের পাশাপাশি আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। এই শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে শক্ত অবস্থানে থাকার প্রস্তুতি নিচ্ছে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। এ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে জরুরি সভা ডেকেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এছাড়াও ২৮ অক্টোবরকে কেন্দ্র করে ঢাকাসহ আশেপাশের ১০টি জেলা থেকে কর্মী আনার প্রস্ততি নিয়েছে সংগঠনটি।
জানা গেছে, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। নেতাকর্মী, সাধারণ মানুষ-সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। একইদিন শনিবার ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, ২৮ অক্টোবর নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগসহ ঢাকা মহানগরে কেন্দ্রের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের নেতাকর্মীদের উপস্থিত থাকার বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে স্ব স্ব ক্যাম্পাসে অবস্থান ধরে রাখার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও ঢাকার আশেপাশে ১০টি জেলা থেকে নেতা কর্মী আনার জন্য বলা হয়েছে। তারমধ্যে গাজীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর,নরসিংদীসহ আরও কয়েকটি জেলা রয়েছে।
ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা যায়, ছাত্রলীগের কয়েকটি ইউনিটকে ২৮ অক্টোবর উপস্থিত থাকার বিষয়ে ইতোমধ্যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আজকে রাতে বিভিন্ন সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখানে ২৮ অক্টোবর এই ইউনিটগুলোর দায়িত্ব বিষয়ে বলা হবে।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক তারেক রহমান এলিট দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৮ অক্টোবর ঢাকার রাজপথ দখলে থাকবে আওয়ামী লীগের। সেই সমাবেশে ভ্যানগার্ড হিসেবে থাকবে ছাত্রলীগ। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। তবে বিএনপি যদি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে চায়, ক্যাম্পাসের অস্থিরতা তৈরি করতে চায়। তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সেটা প্রতিহত করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তুতি
২৮ অক্টোবরকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগের ১ নাম্বার ইউনিটখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, সাধারণত বড় প্রোগ্রামগুলোর আগের দিন টিএসসিতে বিভিন্ন হল ছাত্রলীগের সক্রিয় নেতাদের ডেকে নির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই নেতা। তবে আজ বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবার রাতে নেতাদের ডাকবেন বলে জানা যায়।
জানতে চাইলে বিজয় একাত্তর হল ছাত্রলীগের পদপ্রত্যাশী রেদওয়ান হোসেন দীপু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হলে যারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট তারা ২৮ তারিখ প্রোগ্রামে অংশগ্রহণ করবে।
ছাত্রলীগের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত কয়েকদিন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে আলাপ আলোচনা করেছে এবং বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণ করবে।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পাহারা দেবে ছাত্রলীগ। প্রয়োজনে নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাবে ক্যাম্পাস পাহারা দেওয়ার জন্য।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশে আমরা উন্নয়নের ম্যান্ডেট নিয়ে অংশগ্রহণ করব। এটা শান্তি ও উন্নয়ন সমাবেশ। আমরা সেখানে শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে যাবো। তবে কেউ যদি অস্থিরতা তৈরি করে তাহলে তা প্রতিহত করব।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রলীগ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের উন্নয়ন সভায় অংশগ্রহণ করবে। ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। তবে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তা প্রতিহত করব। এসময় বিএনপির সরকার পদত্যাগের দাবিকে ভুয়া আস্ফালন বলে মন্তব্য করেন।
আগামীকাল ছাত্রলীগের জরুরি সভাকে রুটিন ওয়ার্ক দাবি করে তিনি আরও বলেন, এর সাথে বিএনপির আন্দোলন বা ২৮ অক্টোবরের কোনো সম্পর্ক নেই।