‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৫:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১১:১০ AM
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক সন্ত্রাস বিরোধী সমাবশে তিনি এসব কথা বলেন।
এ সময়ে গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় ঘোলা পানিতে মাছ শিকার করতে না পেরে জামাত-শিবির কোটা আন্দোলনের মতো লন্ডনের নতুন হাওয়া ভবন থেকে দেওয়া অর্থে ড. কামাল, জাফরুল্লাহ চৌধুরীসহ বিএনপি-জামাতপন্থী সুশীলদের প্রত্যক্ষ মদদে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে শিক্ষার্থীদের এ যৌক্তিক আন্দোলনকে ভণ্ডলের চেষ্টা করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ৭০০টি ফেসবুক আইডি শনাক্ত করেছি। তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাইয়ের সাথে এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে অনুরোধ করেছি। যারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টা চালিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।