সৈকতের বক্তব্যের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
‘ঢাবির বাইরে সাত কলেজে ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই’—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগের একাংশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কবি নজরুল কলেজ থেকে একটি মিছিল বের হয়ে রাজধানীর লক্ষীবাজার হয়ে ঘুরে আবার কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেয় ‘ঢাবির সাথে থাকবো না কেন্দ্র থেকে সরবোনা, সরকার চাই প্রমোশন ঢাবি চাই ডিমোশন’। ‘কেন্দ্রের পরিষদ, সবার সেরা পরিষদ।’
এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ। সভা শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাত কলেজে ছাত্রলীগের কমিটি দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত কলেজের একাডেমিক উন্নয়ন তখনই হবে যখন সেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে। এসময় সাত কলেজের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মতো সুশৃঙ্খল ও সুন্দর করার কথা বলেনও তিনি।