ফেসবুক থেকে নুরের মাসিক আয় এক-দেড় লাখ
গত ২৮ দিনে গণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) নুরুল হক নুর নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা আয় করেছেন। শনিবার (০২ সেপ্টেম্বর) একই মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
নুর জানিয়েছেন, গত ২৮ দিনে ফেসবুকের এ পেজে দেয়া আমার বক্তব্যের ভিউ থেকে ২২০০ ডলার আয় হয়েছে। প্রতি ডলার ১০৮ টাকা করে যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। যা দিয়ে অনায়াসে আমার ২ মাসের ব্যক্তিগত খরচ হয়ে যাবে।
ফেসবুক আমার আয়ের কোন নির্দিষ্ট খাত নয়, এটা একটা অনানুষ্ঠানিক খাত। তাও মাসে ফেসবুক থেকেই এক বা দেড় লাখ টাকা আয় হয়। আমার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা,কৃষিতেও আমার ছোটখাটো ব্যবসা আছে বলেও জানিয়েছেন তিনি।
আমাদের মতো একজন মানুষ বা একটা পরিবার চলার জন্য কতো টাকা দরকার এমন প্রশ্ন জানিয়ে নুরুল হক নুর বলেন, যারা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে চরিত্র হননে গুজব ছড়ায় তাদের জন্য কথাগুলো বলা। নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক হোন, ভালো কাজের সাথে থাকুন।