রাজধানীতে ছাত্রলীগের সমাবেশে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা
রাজধানী ঢাকার অন্যতম প্রসিদ্ধ মাদরাসা তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন ছাত্রলীগের ‘স্মরণকালের সবচেয়ে বড়’ সমাবেশে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাবেশে যোগ দিয়েছেন মাদরাসা শিক্ষার্থীরাও। এর মধ্য দিয়ে তারুণ্যের অভিযাত্রা আওয়ামী লীগকে বিজয়ের বন্দরে নিয়ে যাবে বলে আশা দলের নেতা-কর্মীদের।
জানা গেছে, ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’, ‘উই আর উইথ শেখ হাসিনা’, ‘মাদরাসা স্টুডেন্ট উইথ শেখ হাসিনা’ লেখা বড় ব্যানার নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা।
এ সমাবেশে সারাদেশ থেকে অন্তত পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে বলে দাবি ছাত্রলীগের। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে এ ছাত্র সমাবেশের মধ্য দিয়ে নতুন শপথ নিয়েছে সংগঠনটি।