সোহরাওয়ার্দী উদ্যানে আজ ছাত্রলীগের সমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করবে ছাত্রলীগ। যেখানে ৫ লাখ নেতাকর্মীর শোডাউন করতে চায় সংগঠনটি। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ। নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ।জাতীয় শোক দিবস স্মরণে ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ হবে শুধু ছাত্র-তরুণদের নিয়ে।
সমাবেশ সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি জরুরি ও অবশ্য পালনীয় সাংগঠনিক নির্দেশনাবলি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনাগুলো হলো :
১. সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার ব্যত্যয় ঘটে এমন যে কোন কর্মকাণ্ডের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে।
২. যে কোন বিশৃঙ্খলার সাথে জড়িত ব্যক্তি অথবা ইউনিটের প্রতি তাৎক্ষণিক, চূড়ান্ত ও স্থায়ী সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. সমাবেশে প্রবেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
৪. সমাবেশ স্থলে কোনভাবেই ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না।
৫. স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণ ব্যতীত পতাকা, ফেস্টুন নিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে না।
৬. নির্ধারিত সময়ে গেট খুললে দ্রুততম সময়ে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে।
৭. সমাবেশস্থলে একাধিকবার প্রবেশ ও বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে।
৮. শারীরিক যে কোন সমস্যার ক্ষেত্রে মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে।
৯. সমাবেশ স্থল ও এর আশেপাশে এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকতে হবে।
১০. জনদুর্ভোগ পরিহার করতে হবে এবং অযথা যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, সমাবেশ থেকে ছাত্র সমাজকে স্মার্ট দেশ গড়ার নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।