২৪ আগস্ট ২০২৩, ১১:৩১

নির্দলীয় সরকারের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে চবি ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চবি ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে রেল ষ্টেশনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জানা যায়, গত ১১ আগস্ট ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে মনোনীত করা হয়।

নবগঠিত এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া তিন নেতা। কমিটি ঘোষণার ৩দিন পরেই পদত্যাগ করেন  সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।

এর আগে কমিটি ঘোষণার ৫ দিন পর সভাপতির নেতৃত্বে ঝটিকা মিছিল করে চবি শাখা ছাত্রদল। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ১৩ বছর পর ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল। সেখানে অনুপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমি এখনো বলবো এ কমিটি নিয়ে আমি সন্তুষ্ট নই। তবে গণতন্ত্রকে রক্ষা করতে দেশের ক্লান্তি লগ্নে দলের সাথে আছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত থাকবো। আমাদের ১ দফা ১ দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। 

ক্যাম্পাসে সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাসে এ সহাবস্থান নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকলের সম্পদ। এখানে সবার সমান অধিকার আছে। ক্যাম্পাসে কর্মসূচি করতে গেলে আমরা বাধার সম্মুখীন হয়। এজন্য ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের, সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক ঈমতিয়াজ ইকরাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ঈসমাঈল হোসেন, সহ-সম্পাদক, মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, সাবেক সহ-সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ ইমন, সহ- সম্পাদক আজিজুর রহমান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।