বিএনপির দুই নীতি ভণ্ডামি আর দুর্নীতি: শাজাহান খান
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা বলে শেখ হাসিনা নাকি ব্যাগের মধ্যে করে গ্রেনেড নিয়ে গিয়ে ২১ আগস্ট মানুষ হত্যা করছে— কোন পাগল এটা বিশ্বাস করবে? শেখ হাসিনা কি পাগল নাকি যে তিনি সেখানে আত্মহত্যা করতে গিয়েছেন? প্রতিনিয়ত এমন মিথ্যাচার করছেন বিএনপির নেতাকর্মীরা। এইজন্য আমি বলি, ভণ্ডামি আর দুর্নীতি বিএনপির দুই নীতি। আর মিথ্যাচার আর মানুষ খুন খালেদা জিয়ার দুই গুণ।
বুধবার (২৩শে আগস্ট) বেলা তিনটায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ভণ্ডামি করা, মিথ্যাচার করা হচ্ছে বিএনপির মূল কাজ। তারা দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতাকে চায় না। আমি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ শুধু মুখে নয় বুকেও ধারণা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার ও কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর ও সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং সংগ্রাম নিয়ে আমরা এই শোকের মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করি। আমরা এই কর্মগুলো বারবার আপনাদের সামনে কেন নিয়ে আসি যাতে করে আমাদের এই বাঙালি জাতির যে রক্তক্ষরণের ইতিহাস রয়েছে, আমাদের বুকে যে চাপা বেদনা রয়েছে, আমাদের যে কথাগুলো অনেক সময় না বলাই থেকে যায়, আমরা যেন জাতির পিতার আদর্শের সংগ্রামে উজ্জীবিত থাকতে পারি এবং এই দেশে যারা ১৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট বারবার নিয়ে এসেছে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা যেন সঠিক দায়িত্বটুকু পালন করতে পারি। আমরা শোককে শক্তিতে রূপান্তর করার জন্য প্রতিবছর এই কর্মসূচিগুলো পালন করি।
শোক দিবসের আলোচনা সভায় কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, একটা সময় ছিল তোমরা এখন যারা তরুণ— তারা হয়তো জানোই না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বা এইসব নিয়ে আলোচনা করা বা তোমাদের জানানো যায় সেই উপায়টি ছিল না। একসময় মনে করা হয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে যখন মেরে ফেলা হয়েছে তার আদর্শকে ধ্বংস করা হয়েছে। খুনিদের সেই চক্রান্ত ছিল সম্পূর্ণ ভুল। তখন ফিনিক্স পাখির মতো সেই ছাই থেকে উঠে আসলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তিনি দলকে সুসংগঠিত করলেন, দেশের হাল ধরলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ১২ জন খুনির মধ্যে যে সাত জন খুনির এখনও বিচার হয়নি অবিলম্বে তাদের বিচার বাংলাদেশে কার্যকর হোক। একইসাথে অবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারও এই বাংলার মাটিতে হোক।