১৭ আগস্ট ২০২৩, ০১:২৮

শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ ডিজিটাল ইউনিভার্সিটি ছাত্রলীগের

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  © টিডিসি ছবি

জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১৫ আগস্ট) শাখা ছাত্রলীগের উদ্যেগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুল আলম জোয়াদ্দার, ট্রেজারার  অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেইনসহ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বশাখা ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈম ও সাধারণ সম্পাদক আনিমা জামান প্রমা। দোয়া মাহফিল শেষে বক্তব্য রাখেন ট্রেজারার  অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেইন ও শিক্ষা প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুজ্জামান। বেলা ১২টায় ১৫ আগস্ট ১৯৭৫ এর নির্মমতা সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিকট তুলে ধরতে আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

এছাড়া সন্ধ্যা ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে মোমবাতি প্রজ্বলন করা হয় ।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈম বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাযজ্ঞ আমাদের জাতির একটি কালো অধ্যায়। কিন্তু এভাবে অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। দেশের সার্বিক উন্নয়নে সকলে একসাথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা বলেন, রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। শোককে শক্তি  বানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দূর্বার গতিতে এগিয়ে যাব।