দুর্নীতিবাজদের বিরুদ্ধে ৫ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ: সাদ্দাম
দেশে যারা দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি ও তারেক রহমানকে ইঙ্গিত করে সাদ্দাম বলেন, লন্ডনের চোরের মন্তব্য, বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সংগ্রামই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। যারা হাওয়া ভবনের রাজনীতি কায়েম করতে চায়, গ্রেনেডের রাজনীতি কায়েম করতে চায়, দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি। আমরাই বিজয়ী হবো।
আমরা ঐক্যবদ্ধ হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ঢাকাসহ গোটা দেশে নৌকা মার্কার ব্যালট বিপ্লব নিশ্চিত করার প্রত্যাশা রাখছি—জানান ছাত্রলীগ সভাপতি।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনের লড়াই-সংগ্রামে ঢাকার রাজপথে ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও আওয়ামী লীগ এবং তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।