০৮ আগস্ট ২০২৩, ২১:২৭

যে কারণে পদ হারালেন ছাত্রদল সভাপতি শ্রাবণ

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ  © ফাইল ফটো

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ছাত্রদলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টা জানানো হয়।

জানা গেছে, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট নন দলের শীর্ষ নেতৃত্ব। সেদিন কর্মসূচিতে দল থেকে দেওয়া দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেননি বলে মনে করছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারক।যার কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, শ্রাবণ অসুস্থ নন। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানেই তিনি আর ছাত্রদল সভাপতি নেই। কিন্তু কৌশলগত কারণে সরাসরি তাকে বাদ দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন সিনিয়র নেতা গণমাধ্যকে বলেন, সভাপতিকে সরিয়ে দেওয়া হবে―এমন খবর তাদের কাছে ছিল না। তবে ২৯ জুলাইয়ের কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় বিভিন্ন দিক থেকে সমালোচনা হচ্ছিল। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানতেন।

এ বিষয়ে জানতে সদ্য পদ হারানো কাজী রওনকুল ইসলাম শ্রাবণের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।