ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা
বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সুজন ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন। আগের কমিটিতে তিনি আইন উপ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। আজ শনিবার (২৯ জুলাই) ছাত্রলীগের সহ-সভাপতি রনি মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেখ সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলে থাকতেন। হলের নিজ কক্ষে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রনি মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল দুপুরে নিজ রুমে একটার পর এ ঘটনা ঘটে। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার বলেছেন, ব্রেনের সেন্ট্রালে রক্তক্ষরণ হয়েছে। ফলে এখন সার্জারি করা সম্ভব না।
তিনি বলেন, ব্রেনের ডান পাশটা অনেকটা ইনএক্টিভের মতো। কেউ ডাক দিলে মানুষকে চেনে। তবে কথা বলতে পারেন না। থেরাপি নিতে নিতে সুস্থ হয়ে যাবে। তবে সেজন্য সময় লাগবে।