ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনে ক্যান্টিনের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনে ক্যান্টিন স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা। আজ রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল লাইব্রেরির সামনে তারা এ অবস্থান নেয়।
এ কর্মসূচিতে সংগঠনটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাংস্কৃতিক সম্পাদক আহমেদ জারিফ ইনান বলেন, ঢাবির মোটামুটি সব জায়গারই নিজস্ব ক্যান্টিন রয়েছে। টিএসসি, কলাভবন, আইইআর সহ বিভিন্ন অনুষদের ভবনে রয়েছে। কিন্তু সামাজিক বিজ্ঞান ভবনের প্ল্যানে ক্যান্টিনের জায়গা থাকলেও কোনো অস্তিত্ব নেই।
আরও পড়ুন: খুবিতে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু
আমাদের খেতে গেলে তিন জায়গায় যেতে হয়। এক ডিইউ কফি হাট, যার খাবারের দাম অনেক বেশি। দ্বিতীয় লাইব্রেরীর সামনের দোকান, যেখানে মাত্র দুই রকমে খাবার পাওয়া যায়। তৃতীয় হাকিম চত্বর, যেখানে সেই একই খাবার। আমরা চাই ভাত, ডাল, মাছ যা খাওয়ার জন্য আমাদের অন্য অনুষদের ভবনে যেতে হয়। তাই আমাদের দাবি সামাজিক বিজ্ঞান অনুষদের একটি নিজস্ব ক্যান্টিন লাগবে।
ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, শিক্ষার্থীরা খেয়ে না খেয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ১০০ বছরের যাত্রা এ বিশ্ববিদ্যালয়ের অথচ তার শিক্ষার্থীদের ডাল ভাতটা খাওয়ার সুযোগ নেই। প্রতি বছরই ঢাবির খাবারের অবস্থা নিয়ে নিউজ হয় কিন্তু এর কোনো উন্নতি ঘটে না। এর পেছনের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের শিক্ষার্থীদের কথা ভাবেনই না। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই তাদের প্রয়োজনীয় পুষ্টি পান না। বিশ্ববিদ্যালয়ের কাছে জোড়ালো দাবি জানাচ্ছি অবিলম্বে যেন সামাজিক বিজ্ঞান ভবনে ক্যান্টিন চালু করা হয়। সুন্দর, মানসম্পন্ন খাবার সুলভ মূল্যে দেওয়া হয়।