দীর্ঘদিন পর ক্যাম্পাসের বাইরে ববি ছাত্রদলের কর্মসূচি
দীর্ঘদিন পর ক্যাম্পাসের বাইরে কর্মসূচি পালন করতে দেখা গেল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) রাত ৯টার দিকে বরিশাল টাউনহলে ছাত্রদলের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার (২৪ জুন) বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল হাসিবের সঞ্চালনায় এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রেজা শরীফ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ আনোয়ার হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক, ফিরোজ আলম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন।
দীর্ঘদিন পর ক্যাম্পাসের বাইরে প্রোগ্রাম করার কারণ জানতে চাইলে ববি শাখা ছাত্রদল সভাপতি রেজা শরীফ বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসকে জিম্মি করে রেখেছে। শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো ক্যাম্পেসেই সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ নেই।
সভায় প্রধান অতিথি মেহেদী হাসান রাজা বলেন, কীভাবে আগামী ২৪ জুনের সমাবেশকে সফলভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করাই আজকের এই আয়োজন। আগামী ২৪ তারিখের সমাবেশে যত বাধা-বিপত্তিই আসুক আমরা সমাবেশ ত্যাগ করব না।
বিশেষ অতিথি ফিরোজ আলম বলেন, তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী সারাদেশে সমাবেশ হচ্ছে। আমাদের সম্মিলিতভাবে এই সমাবেশকে সফল করতে হবে। এই সরকার প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে চাকরির জন্য কোনো ঘুষ কিংবা সুপারিশের প্রয়োজন হবে না। ক্যাম্পাসগুলো সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। দলমত নির্বিশেষে সেখানে মুক্ত মনে, স্বাধীনভাবে চলতে পারবে। এককথায় শিক্ষাপ্রতিষ্ঠানের এই অরাজক পরিবেশকে শিক্ষার্থী অবান্ধব অবস্থানে নিয়ে আসব।
সভায় সভাপতির বক্তব্যে রেজা শরীফ আসন্ন ২৪ তারিখের সমাবেশেকে সফল করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।