১৩ জুন ২০২৩, ১১:১৪

ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নেতৃত্ব নিয়ে গুজব ছড়ানো হয়েছে: বুলবুল-মামুন

বুলবুল ও মামুন  © ফাইল ছবি

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সংগঠনটির নেতৃত্ব নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন। এ কাজে ‘কতিপয় ব্যক্তি অবৈধভাবে’ সংগঠনটির প্যাড ব্যবহার করেছেন বলেও অভিযোগ তাদের।

‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ প্রসঙ্গ’ শিরোনামে সোমবার (১২ জুন) এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে সংগঠনটি। এতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কতিপয় ব্যক্তি কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের প্যাড ব্যবহার করে বানোয়াট, ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে যা দেশের প্রচলিত আইন পরিপন্থী।

‘‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের অনুমতি ব্যতীত সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্যাড ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। যারা ইতিমধ্যে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের গঠনতন্ত্র লঙ্ঘনপূর্বক অপপ্রচার ও গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে খুব শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এতে আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তার জন্মলগ্ন থেকে সবসময় রাজপথে আপোষহীন ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অতীতেও অনেকবার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি।

মুক্তযুদ্ধ মঞ্চ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে জানিয়ে এতে বলা হয়, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এসময় বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।