একই দিনে বাবা হলেন সাবেক ছাত্রনেতা নুর-শোভন
একই দিনে বাবা হলেন আলোচিত সাবেক দুই ছাত্রনেতা। আজ শুক্রবার (৯ মে) দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের বাবা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। আর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন।
সন্তানের বাবা হওয়ার বিষয়টি শোভন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যজাত সন্তান এবং স্ত্রীর ছবি দিয়ে তিনি লিখেছেন ‘নতুন অতিথি’। শোভনের এ পোস্টের কমেন্ট বক্সে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
তাছাড়া শোভনকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিখেছেন, প্রাণঢালা অভিনন্দন, পুষ্পিত শুভেচ্ছা মো. রেজোয়ানুল হক চৌধুরী ও ভাবি জুনিয়র শোভনের জন্য অফুরন্ত শুভকামনা।
আরো পড়ুন: কোন পথে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি?
এদিকে, একইদিনে দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, ২য় কন্যা সন্তানের বাবা হলাম।মা-মেয়ে দু'জন ভালো আছে। সকলের নিকট দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ২০২১ সালের ১৮ নভেম্বর তোহফা সাদিয়া বিথির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তোহফা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারের ব্যবসায়ী মো. আব্দুস সামাদের কন্যা। তিনি ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
অপরদিকে, ২০১৬ সালে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মারিয়া লুনাকে পারিবারিকভাবে বিয়ে করেন নুর। নুরের স্ত্রী লুনা বিয়ের পূর্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সালে তাদের প্রথম কন্যাসন্তান জন্মগ্রহণ করেন।