২৯ মে ২০২৩, ২১:২৯

মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে আজীবন বহিষ্কার বুলবুল-মামুন

আমিনুল ইসলাম বুলবুল এবং আল মামুন  © ফাইল ফটো

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুনকে নৈতিক স্থলন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সংগঠনটির সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

আজ সোমবার (২৯ মে) মুক্তিযোদ্ধা ঐক্যমঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুহুল আমীন মজুমদার এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন জালালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে রুহুল আমীন মজুমদার এবং জহির উদ্দিন জালাল মুক্তিযোদ্ধা মঞ্চের উপদেষ্টার দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের উপদেষ্টা পরিষদের সকলের সম্মতি ক্রমে আমি রুহুল আমীন মজুমদার এবং জহির উদ্দিন জালাল (বিচ্ছু জালাল) এই মর্মে ঘোষণা করিতেছি যে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুনকে নৈতিক স্থলন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নানান অপকর্ম,অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকে আজীবন বহিষ্কার করা হলো।

সেই সাথে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের আগামীর সকল কর্মকাণ্ড পরিচালিত হবে বলে নির্দেশ প্রদান করা হলো—উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জহির উদ্দিন জালাল বলেন, তারা বঙ্গবন্ধুর নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছে। যেটার অফিসিয়াল অনুমোদন লাগে। সেটা তারা করেনি। তাছাড়া ট্রাস্ট ফান্ডের বৃত্তির টাকা নিয়ে দুর্নীতি করেছে। আমরা কিছুদিনের মধ্যে তাদের সকল অনিয়ম ও অপকর্ম নিয়ে সংবাদ সম্মেলন করব।