২৫ বছর পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি
২৫ বছর লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বারের মতো কলেজটিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। সোমবার (২২ মে) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার রিমকে সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহ-সভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংগঠনটির সূত্র জানা যায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে ছাত্রলীগ: সাদ্দাম
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কলেজটির ইতিহাসে এটি ছাত্রলীগের দ্বিতীয় কমিটি। ২৫ বছর আগে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটি পূর্ণাঙ্গ ছিল না। আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ করবো।