২০ মে ২০২৩, ১৭:৪৩

শতাধিক রিকশাচালককে উপহার ঢাবি ছাত্রলীগের

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকার বিভিন্ন রুটে চলাচলের ভাড়া নির্ধারণের মধ্যস্থতার পরে এবার ১০০ রিকশাচালকের মধ্যে নির্ধারিত পোশাক, পানির বোতল ও গামছা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আগামীকাল রবিবার থেকে নির্ধারিত ভাড়া কার্যকর হবে।

শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ১০০ রিকশাচালকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।

এসময় তানভীর হাসান সৈকত জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যৌক্তিকভাবে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তারই অংশ হিসেবে আজ মধুর ক্যান্টিন প্রাঙ্গণে ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ জন রিকশাচালককে নির্দিষ্ট পোশাক প্রদান করা হয়েছে। একই সাথে রিকশা চালকদের সুবিধা বিবেচনায় রেখে ১০০ জন রিকশাচালককে ১টি করে পানি খাওয়ার বোতল এবং ১টি করে গামছা উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, রবিবার (২১মে) থেকে নির্ধারিত ভাড়া কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি পয়েন্টে সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।