ঢাবির ৪ বিভাগে আংশিক কমিটি ঘোষণা ছাত্রলীগের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ০৭ মে ২০২৩, ০৭:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি বিভাগে আংশিক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রলীগ। বিভাগগুলো হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অপরাধবিজ্ঞান বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ ও পপুলেশন সায়েন্সেস বিভাগ।
আজ রবিবার (৭ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করে।
ঘোষিত কমিটির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন তামীম দিরা খান ও সাধারণ সম্পাদক হলেন রেজাউল করিম। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন খালিদ মাহমুদ মিরাজ ও সাধারণ সম্পাদক হলেন রোকন খান।
জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. সুজন ও সাধারণ সম্পাদক হলেন এ এফ এম মেহেদী হাসান শান্ত। পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. সাজ্জাদ হাসান সাকিব এবং সাধারণ সম্পাদক হলেন তানবীর রশিদ।
ঘোষিত কমিটিগুলোর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পাঁচজন। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক তিনজন নিযুক্ত হলেন।
জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন চার জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুই জন এবং সাংগঠনিক সম্পাদক চারজন নিযুক্ত হলেন। দপ্তর সম্পাদক হলেন মাহদি হোসেন শাওন এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হলেন ঝলক দাস।
পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তিনজন।