০৬ মে ২০২৩, ১৪:১৩

হামলার সময় ভর্তিচ্ছুদের সেবায় ব্যস্ত ছিলো ছাত্রলীগ: সৈকত

হামলায় আহত এক নেতাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছে  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সংগঠনটির বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানিয়েছেন, যে সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে; সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের সেবায় ব্যস্ত ছিলেন। ছাত্রদলের অন্তর্কোন্দলে এ হামলা হয়েছে বলে দাবি তার।

এর আগে শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মিনিগেটে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ শেষে ফিরে যাওয়ার সময় হাইকোর্ট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা শেষ হয়েছে দুপুর সাড়ে ১২টায়। এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেদিনও ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের সহায়তায় এসে ঢাবিতে হামলার শিকার ছাত্রদল

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ফুল ও কলম দিয়ে বরণ করার পর আমরা ক্যাম্পাস ত্যাগ করছিলাম। তখন হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। হামলা পাঁচজন গুরুতর আহতসহ মোট সাত-আট আহত হয়েছেন।

তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিতে ব্যস্ত ছিল। ছাত্রলীগ এরকম কিছুই করেনি। তাদের দুই গ্রুপের মধ্যে আগে থেকেই ঝামেলা চলছিল। তারা নিজেরা একে অপরের উপর হামলা করেছে।