মানবাধিকার-সোশ্যাল মিডিয়া সম্পাদকসহ ছাত্রলীগে নতুন ৮ পদ
কেন্দ্রীয় ছাত্রলীগে নতুন করে ৮টি পদ সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে, কেন্দ্রীয় নির্বাহী সংসদে পূর্ণাঙ্গ কমিটি ২৫১ সদস্যবিশিষ্ট হওয়ার কথা। তবে নতুন ৮টি পদ সৃষ্টি করলেও মূল কমিটির আকার বাড়ছে না বলে জানিয়েছে ছাত্রলীগ। সেক্ষেত্রে কমে যেতে পারে সদস্য ও সহ-সম্পাদক থেকে ৮টি পদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ’ এর আকার অপরিবর্তিত রেখে ৮টি সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হল।
এসব পদের মধ্যে রয়েছে- অটিজম বিষয়ক সম্পাদক; মানবাধিকার বিষয়ক সম্পাদক; মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক; কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক; ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক; টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক; উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।
গঠনতন্ত্র অনুসারে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে পূর্ণাঙ্গ কমিটি ২৫১ সদস্যবিশিষ্ট। এরমধ্যে সভাপতি একজন, সহ-সভাপতি ৪১ জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ন সাধারণ সম্পাদক ১০ জন, সাংগঠনিক সম্পাদক ১০ জন, প্রচার সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একজন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক একজন, সাংস্কৃতিক সম্পাদক একজন, সমাজসেবা সম্পাদক একজন, ক্রীড়া বিষয়ক সম্পাদক একজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজন, পাঠাগার সম্পাদক একজন, তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক একজন, অর্থ সম্পাদক একজন, আইন সম্পাদক একজন, পরিবেশ সম্পাদক একজন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একজন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক একজন, তত্ত্ব প্রযুক্তি বিষয়ক সম্পাদক একজন, ধর্ম বিষয়ক সম্পাদক একজন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক একজন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক একজন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক একজন, সাহিত্য সম্পাদক একজন, গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক একজন, নাট্য ও বিতর্ক সম্পাদক একজন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক একজন, আপ্যায়ন সম্পাদক একজন, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক একজন, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক একজন, ছাত্রবৃত্তি সম্পাদক একজন, কৃষি শিক্ষা সম্পাদক একজন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক একজন, সহ-সম্পাদক ২৫ জন, বাকি ১৩৩ জনের মধ্য থেকে সাংগঠনিক প্রয়োজন অনুসারে বিভাগীয় উপ-সম্পাদক ও সদস্য নির্বাচিত হবেন।