রেললাইনের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার লাশ

শিফাত আহম্মেদ শিশির
শিফাত আহম্মেদ শিশির  © সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় রেললাইনের পাশে পড়ে ছিল শিফাত আহম্মেদ শিশির (১৭) নামের এক ছাত্রলীগ নেতার লাশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের রেলঘুমটি–সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ।

নিহত শিফাত আহম্মেদ উপজেলার কাজীহাল ইউনিয়নের আঁখিঘোটনা গ্রামের আবদুল খালেকের ছেলে। সে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে কাজীহাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাঁ পা কাটা অবস্থায় একটি মরদেহ রেললাইনে দেখতে পান স্থানীয়রা। ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার হায়দার আলীকে খবর দিলে তিনি পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশকে (জিআরপি) খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার পরিচয় শনাক্ত করে। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

শিফাত আহম্মেদের চাচাতো ভাই মেজবাহ কামাল বলেন, শিফাত গতকাল সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়। কলেজ শেষে পৌর এলাকার চকচকা গ্রামে তার খালার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সারা দিন পেরিয়ে সন্ধ্যা নামলেও শিফাত তার খালার বাড়িতে যায়নি। পরে রাত ১০টায় রেললাইনের পাশে শিফাতের লাশ পাওয়া যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।

ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার হায়দার আলী বলেন, ফুলবাড়ী থেকে রাত ৮টা ১৫ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যায়। ট্রেনটি যাওয়ার ১০ মিনিট পরে গেটম্যানের মাধ্যমে জানতে পারেন, রেলঘুমটি–সংলগ্ন হোম সিগন্যাল ও আউটার সিগন্যালের মাঝামাঝি স্থানে রেললাইনের পাশে একটি পা–কাটা লাশ পড়ে আছে। বিষয়টি পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশকে (জিআরপি) জানানো হলে তারা লাশটি উদ্ধার করে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, বাঁ পা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনে কাটা পড়ে ছেলেটির মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে পরিবারে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ